মোঃ আল-আমিন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসন (সোনারগাঁও উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানা ১-১০ নং ওয়ার্ড নাসিক) থেকে এমপি পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, কেন্দ্রীয় শিক্ষা বিভাগীয় সেক্রেটারি প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
গতকাল (শনিবার) সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় ব্যাপক গণসংযোগে অংশ নেন তিনি। এসময় স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের ভোট ও দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগে নেতৃবৃন্দের অংশগ্রহণ
গণসংযোগে উপস্থিত ছিলেন—
-
মাওলানা রফিকুল ইসলাম, জামায়াত নেতা
-
মাওলানা ইবরাহিম হাসান, সভাপতি (জামপুর, সোনারগাঁও)
-
আমজাদ হোসেন মোল্লা, সভাপতি, ১নং ওয়ার্ড
-
মাওলানা নুর হোসেন, সেক্রেটারি
-
ডা. আবু সাইদ ভূঁইয়া, সভাপতি, ২নং ওয়ার্ড
-
আমজাদ হোসেন মোল্লা, সভাপতি, ৩নং ওয়ার্ড
-
হাবিবুর রহমান হাবিব, সভাপতি, ৪নং ওয়ার্ড
-
ইখতিয়ার উদ্দিন, সভাপতি, ৭নং ওয়ার্ড
-
মনিরুল ইসলাম ভূঁইয়া, স্থানীয় নেতা
ড. ইকবালের বক্তব্য
গণসংযোগ চলাকালে ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, “জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আসবে। আমি জনগণের সেবা করতে চাই, এই আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হবেই।”
তিনি আরও বলেন, সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের জনগণ সবসময় ন্যায়-নীতির পক্ষে, ইনশাআল্লাহ এ আসন থেকে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।
এলাকায় নির্বাচনমুখী আমেজ
স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার প্রচারণা এলাকাজুড়ে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। বিশেষ করে জামপুর ইউনিয়নে তার গণসংযোগে বিপুল সংখ্যক জনতার সমাগম ঘটে।
এসময় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ আশাবাদ ব্যক্ত করেন যে, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা প্রিন্সিপাল ড. ইকবালকে বিজয়ী করবেন।