ভোলা জেলা প্রতিনিধি:
ভোলা, ৬ সেপ্টেম্বর: শনিবার রাত আনুমানিক ৯টার দিকে ভোলা পৌর শহরের চরনোয়াবাদ এলাকায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন ভোলা সদর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব এবং ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আমিনুল হক নোমানী (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা তার বাসায় প্রবেশ করে এলোপাতাড়ি ছুরি মেরে গুরুতর জখম করে। পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাওলানা আমিনুল হক নোমানী পূর্বে মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন। পরবর্তীতে তিনি ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। পাশাপাশি ভোলা সদর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছিলেন। তিনি ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ভোলা জেলার সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ও নিহতের শুভাকাঙ্ক্ষীরা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি বলেন, “আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।”
এই হত্যাকাণ্ডে ভোলা শহরে শোক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত নিরাপত্তা জোরদার এবং আসামিদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
আপনি কি চান আমি শিরোনামেও “ছুরির আঘাতে হত্যা” করে দিই, নাকি শুধু বডিতে