মোঃ আনজার শাহ:
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সদস্য (আইডি নং: 7329450253)-এর উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবক শেখ আলমগীরের নিজস্ব অর্থায়নে দূলাবালা নতুন মসজিদ থেকে টুন্গীপুর প্রাইমারি স্কুল পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এ কাজে অংশ নিয়েছেন দূলাবালাবাসী স্বেচ্ছাশ্রম দিয়ে।
দীর্ঘদিন অবহেলিত এ সড়কটি আগে ছিল কাদামাটির খানা-খন্দে ভরা। চলাচলের অনুপযোগী এ রাস্তা স্থানীয়দের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। বর্তমানে নতুন ইটের রাস্তা নির্মাণের ফলে এলাকার প্রায় তিন থেকে চার হাজার মানুষ প্রতিদিন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। বিশেষভাবে উপকৃত হচ্ছেন স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা।
এলাকাবাসীর পক্ষ থেকে নাসিরউল্লাহ, সুমন, আমিন ও আব্দুল মজিদসহ অনেকে জানিয়েছেন, বহু বছরের কষ্টের অবসান হলো। এখন আর বৃষ্টি বা খারাপ আবহাওয়ায় যাতায়াতে দুর্ভোগ পোহাতে হবে না।
সংস্কারকাজের উদ্যোক্তা শেখ আলমগীর বলেন, “মানুষের কল্যাণে কাজ করতে পারাটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। দূলাবালার এই সড়কটি নতুনভাবে নির্মাণ হওয়ায় এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত সহজ হলো—এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।”