বাকেরগঞ্জে বিদ্যুতায়িত লাশের খাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগনের মর্মান্তিক মৃত্যু

মোঃ লুৎফর রহমান খান :

বরিশালের বাকেরগঞ্জে মৃত্যু ব্যক্তির খাট বিদ্যুৎতায়িত হয়ে বিদ্যুৎপৃষ্টে মামা-ভাগনের মর্মান্তিক  মৃত্যু হয়েছে। গত ৭ সেপ্টেম্বর রোজ রবিবার  উপজেলার পাদ্রিশিবপুর  ইউনিয়নের পারশিবপুর  গ্রামের আশেদ হাওলাদার পুত্র  আনিছ হাওলাদার ( ৯০) বার্ধক্য জনিতকারণে  নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।

মৃত ব্যক্তির   বাড়ির সামনের পারিবারিক কবরস্থান ও এর আশপাশ আলোকিত করার উদ্দেশ্যে  বৈদ্যুতিক তার দিয়ে নিকটতম বৈদ্যুতিক লাইনের তার দিয়ে  বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। ঐদিন আছর  বাদ মৃত্যু ব্যক্তির জানাজা শেষে লাশ দাফনের উদ্দেশ্যে স্টিলের খাটে লাশ বহনকরে কবরস্থানে  নিয়ে  লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হয়।

এ সময় মৃত্যু ব্যক্তির নাতনী সরোয়ার  ( পিং – আবুল হাওলাদার ) এবং  তার শ্যালক পার্শ্ববর্তী ছোটরঘুনাথপুর গ্রামের ফিরোজ ( পিং- চান্দু শিকদার)  সহ আরও কয়েকজন লাশ বহনকারী খাট সরাতে গিয়ে বিদ্যুতায়িতখাটে বিদ্যুৎপৃষ্টে  গুরুতর আহত হন। তাৎক্ষণিক  জানাযায় অংশগ্রহণকারী উপস্থিত লোকজন আহতোদের   দ্রুত  উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত ডাক্তার তাদের সরোয়ার ও ফিরোজকে  মৃত ঘোষণা করেন। এ হৃদয় বিধারক  ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ( ওসি) জানান,  খবর পেয়েই   থানা থেকে ঘটনাস্থলে  পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *