চট্টগ্রামের আকাশে বিরল দৃশ্য: পূর্ণ চন্দ্রগ্রহণে রক্তিম চাঁদ

কামরুল ইসলাম, চট্টগ্রাম:

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল রাতে দেখা মিলেছে বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা পূর্ণ চন্দ্রগ্রহণের। এ সময় আকাশে চাঁদ লালচে রঙ ধারণ করায় সেটি “ব্লাড মুন” বা রক্তিম চাঁদ নামে পরিচিত রূপে প্রকাশ পায়।

চট্টগ্রামে রাত ৯টা ২০ মিনিট থেকে ভোর ২টা ৫৪ মিনিট পর্যন্ত ছিল গ্রহণের ব্যাপ্তিকাল। শুরুতে চাঁদের আংশিক অংশ ঢাকা পড়ে এবং ধীরে ধীরে সেটি পৃথিবীর ছায়ায় সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে যায়। একপর্যায়ে চাঁদ কালচে লাল রঙে দীপ্ত হয়ে ওঠে।

আবহাওয়া অফিস জানায়, সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরলরেখায় অবস্থান করে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এর ফলে চাঁদকে গাঢ় লাল দেখায়, যা সাধারণত পূর্ণ চন্দ্রগ্রহণের সময় হয়ে থাকে।

চাঁদের এ রূপ কেবল বাংলাদেশ নয়, পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত বিস্তৃত এলাকায় দেখা গেছে।

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা ভবনের ছাদে উঠে মোবাইল ফোনে এই বিরল দৃশ্য ধারণ করতে দেখা যায়। অনেকেই জীবনে প্রথমবারের মতো চাঁদের এমন রূপ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *