বোয়ালখালীতে উপজেলা প্রধান সড়ক দখল করে লোড-আনলোডের দায়ে -অর্থদন্ড

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী  :

বোয়ালখালীতে ব্যস্হ ও গুরুত্বপূর্ণ সড়কে অবৈধভাবে দখল করে পণ্য লোড আনলোড করার দায়ে মোহাম্মদ তানভীর নামের একজনকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে গোমদন্ডী ফুলতল উপজেলা সড়কে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, পিক আওয়ারে গুরুত্বপূর্ণ সড়কে ভারী যান পার্কিং করে এভাবে পণ্য লোড আনলোড করে কৃত্রিম যানজট সৃষ্টি করার কারনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জনভোগান্তি বৃদ্ধি না করতে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *