খসরু মৃধা:
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের উধুর শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ মন্দিরে উদযাপিত হল ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও রথমেলা।
রবিবার (৭ই সেপ্টেম্বর ২০২৫ ইং) জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এ রথযাত্রা উপলক্ষে মেলার আয়োজন করা হয়।
জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ এ রথযাত্রা ও রথমেলার আয়োজন করেন।
রথযাত্রা ও মেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক বলেন ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা ও মেলার অনুষ্ঠানটি ৪০০ বছর যাবত ধারাবাহিকভাবে চলে আসছে। এবারও এর ব্যতিক্রম নয়।
রথযাত্রা উপলক্ষে বিরাট মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বসেছে বিভিন্ন প্রকারের দোকান। অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে দোকানের পসরা।
উক্ত মেলায় উঠেছে বিভিন্ন প্রকার কাঠ ও আসবাবপত্রের জিনিসপত্র এবং সংসারের নিত্য ব্যবহার্য জিনিসপত্র।
তাছাড়াও বিভিন্ন প্রকার খাবারের দোকানপত্রও পসরা বসিয়েছে যেমন মিষ্টি, নিমকি, বুট, পিয়াজু, চিংড়ি, আখের রস, আইসক্রিমসহ বিভিন্ন রকমের দোকান।
উক্ত মেলায় এসে বিভিন্ন দর্শনার্থী ও ভক্তবৃন্দ বলেন আমরা অত্যন্ত খুশি হয়েছি। তারা আরও বলেন দীর্ঘদিন যাবত এরকম একটি দিনের জন্য আমরা এক বছর অপেক্ষায় থাকি। যাতে আমরা মন খুলে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও মেলাটা উপভোগ করতে পারি এবং উক্ত মেলার মাধ্যমে আমাদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে ওঠে, যার ফলে আমাদের মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় ফিরে আসে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।