প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী :
বোয়ালখালী সেনাবাহিনীর বিশেষ অভিযানে জলদস্যুদের একটি আস্তানা থেকে ২টি শটগান ও ১৮ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়েছে।
রবিবার (০৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের জ্যোষ্ঠপুরা এলাকায় স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী কালাইয়া হাটে অবস্থিত সেনাবাহিনী।
অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার মেজর মোঃ রাসেল। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে, কর্ণফুলী নদী এলাকায় একটি জলদস্যু চক্র দির্ঘদিন মাদক চালান, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করছিলো। তাই এ অভিযান।
পুরো চক্রটিকে আটক করার জন্য সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলো তিনি জানান।
উদ্ধারকৃত অস্ত্র ও বুলেট পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।