এন আলম রাসেল চৌধুরী:
চট্টগ্রাম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিমের নির্দেশক্রমে ৯/৯/২০২৫ এবং ১০/৯/২০২৫ ইং তারিখে স-আই নূরে আলম ও এ.স-আই (নিঃ) মামুন হাসান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় সিরা নাইট ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানের মাধ্যমে ২ নং হিংঙ্গুলী ইউপি, ৩ নং ওয়ার্ড বাদামতলা সাকিনস্থ দিদারের গ্যারেজের সামনের পাকা রাস্তার উপর থেকে ধৃত আসামী মোঃ মাসুদ (২৫)-এর চালিত সিএনজি অটো রিক্সার পিছনে যাত্রী বসার সিটের সামনে ও পিছনে মালামাল রাখা জায়গা থেকে ১১২ লিটার এবং মোঃ জসিম উদ্দিন (৪৫)-এর ব্যাটারি চালিত অটো রিক্সারের সিটের নিচ থেকে ৩০ লিটার, সর্বমোট ১৪২ (একশত বেয়াল্লিশ) লিটার দেশীয় তৈরি চোলাই ম’দ জব্দ করা হয় এবং দুজনকেই আটক করা হয়।
প্রথম জন মোঃ মাসুদ (২৫), পিতা-তাজুল ইসলাম, গ্রাম সামনের খিল, ৪ নং ওয়ার্ড, ১ নং করেরহাট ইউপি, থানা জোরারগঞ্জ, জেলা চট্টগ্রাম।
দ্বিতীয় জন জসিম উদ্দিন (৪৫), পিতা-মৃত ইউনুছ মিয়া, মাতা-মৃত মহিফুল বেগম, বড় পুতুপুর, নাড়ুয়া মৌকরা ইউপি, ৪ নং ওয়ার্ড, থানা নাঙ্গলকোট, জেলা কুমিল্লা; বর্তমান দক্ষিণ সোনাপাহাড়, ভাড়া বাসা, ৮ নং ওয়ার্ড, ৩ নং জোরারগঞ্জ ইউপি, থানা জোরারগঞ্জ, জেলা চট্টগ্রামে বসবাস করেন।
তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিমের সঙ্গে কথা বললে তিনি বলেন, “জোরারগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য মুক্ত করার লক্ষ্যে আমার পক্ষ থেকে অভিযান সবসময় চলমান থাকবে।”