আলমাস হোসাইন:
ঢাকার সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন খান (৬৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। তিনি জানান, অভিযুক্ত জসিম উদ্দিন খানকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গাজীবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন খান ওই এলাকার মৃত সওদাগর আলী খানের ছেলে এবং স্থানীয়ভাবে পরিচিত একজন প্রভাবশালী ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন খান শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় তাকে আইনের আওতায় আনা হয়েছে।
ওসি আব্দুল হান্নান বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে জসিম উদ্দিন খানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন খান দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে আইনের শাসন প্রতিষ্ঠার অংশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেছেন।
বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন খানকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।