কিশোরগঞ্জে তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের নবগঠিত কমিটি ঘোষণা

মোঃ মুজাহিদুল ইসলাম:

বর্তমানে সাংবাদিক সমাজ এক চরম সংকটকাল অতিক্রম করছে। সাংবাদিকদের প্রতিপক্ষ এখন অনেক সময় সাংবাদিকই হয়ে উঠছে। মানহীন ও অযাচিত একাধিক সাংবাদিক সংগঠন সৃষ্টি করে সাংবাদিকতার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে সাংবাদিকদের অস্তিত্ব রক্ষা, সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাব

গত রবিবার (৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে তাড়াইল উপজেলা হলরুমে অনাড়ম্বরপূর্ণ পরিবেশে প্রেসক্লাবের নবগঠিত কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণার পূর্বে বক্তারা বর্তমান অস্থির সময়ে সাংবাদিকদের মধ্যে ঐক্য পুনঃপ্রতিষ্ঠা এবং তাড়াইল উপজেলার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার গুরুত্ব নিয়ে মতামত দেন। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে উপস্থিত সাংবাদিকদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভোরের আকাশ পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক জনবাণী পত্রিকার তাড়াইল উপজেলা প্রতিনিধি আল-মামুন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক কৃষ্ণ দাস রায়

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

  • সিনিয়র সহসভাপতি: নূর সালাম খান (দৈনিক জনকণ্ঠ কলামিস্ট)

  • সহসাধারণ সম্পাদক: জুবায়ের আহমাদ জুয়েল (দ্য ডেইলি কান্ট্রি টুডে)

  • কোষাধ্যক্ষ: শাহ রফিকুজ্জামান মিথুন (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ)

  • শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক: আদিল মাহমুদ হিমেল (দৈনিক সংবাদ সংযোগ)

  • দপ্তর সম্পাদক: দিলোয়ার হোসাইন (দৈনিক সংবাদ বাংলাদেশ)

  • নির্বাহী সদস্য: মাকদুম সাত্তার রুবেল (দৈনিক ক্রাইম তালাশ), নিশাদ খান (আলোকিত বাংলাদেশ) প্রমুখ।

সভায় উপস্থিত সাংবাদিক ও বিশিষ্টজনরা আশা প্রকাশ করেন, নবগঠিত তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *