টেকনাফে সকলের প্রতি দূর্গা পূজার অভিনন্দন ও শুভেচ্ছা

কামরুল ইসলাম:

প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। টেকনাফের সকল সনাতন ধর্মাবলম্বী এবং প্রিয় দেশবাসীকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন টেকনাফ থানার নবাগত পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) জিয়াদ নুর।

ওসি জিয়াদ নুর বলেন, “বিগত বছরগুলোতে আমরা দেখেছি, আমাদের দেশে সনাতন ধর্মাবলম্বীরা শান্তি ও উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গোৎসব পালন করেন। এবছরও ২৬ তারিখ টেকনাফসহ সারাদেশে বিহত্তর শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা মুসলিম, হিন্দু, বড়ুয়া—সবাই ভাইয়ের মতো বসবাস করছি। যা যার ধর্ম, তার আনন্দ, উৎসব সবার জন্য সম্মানিত। সকলের প্রতি আমার অনুরোধ, কেউ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না।”

ওসি আরও বলেন, “টেকনাফ থানার সকল সনাতন ধর্মাবলম্বীরা আগামী ২৬ তারিখ থেকে বিহত্তর শারদীয় দুর্গোৎসব উদযাপন শুরু করবেন। যদিও উৎসব মূলত হিন্দু সম্প্রদায়ের, তবে এর নিরাপত্তা নিশ্চিত করতে মুসলিম, হিন্দু ও বড়ুয়া সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য, এমন একটি পরিবেশ সৃষ্টি করা যাতে বিশ্ববাসী আমাদের দেশ থেকে শিক্ষা নিতে পারে।”

তিনি বলেন, “এই বিষয়ে টেকনাফে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আইন শৃঙ্খলা মেনে চলুন। আইন ভঙ্গ করলে কেউ ছাড় পাবেন না, সে যেই দলের হোক। আপনারা যদি শান্তিতে আইন শৃঙ্খলা মেনে চলেন, তবে আমার কাছে আদর ও ভালোবাসা পাবেন।”

ওসি জিয়াদ নুর আরও বলেন, “আমরা চাই মুসলিম, হিন্দু ও বড়ুয়া সকলে মিলে মিশে কাজ করি, আইন শৃঙ্খলা মেনে চলি এবং যে কোনো বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করি। এতে দেশের মানুষের জন্য একটি সুন্দর, মনোরম এবং নিরাপদ পরিবেশ তৈরি হবে।”

টেকনাফ থানার পক্ষ থেকে এবারের দুর্গোৎসবকে কেন্দ্র করে এলাকায় পর্যাপ্ত পুলিশ কর্মী মোতায়েন, ট্রাফিক নিয়ন্ত্রণ ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থাসহ প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে আশাকরা হচ্ছে উৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে উদযাপিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *