নেত্রকোনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

জেলা প্রতিনিধি, নেত্রকোনা

নেত্রকোনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। “প্রযুক্তির যুগে সাক্ষরতা প্রসার” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে জেলা শহরের দক্ষিণ কাটলীস্থ সেরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট-এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বেসরকারি সংস্থা “সেরা”“গণসাক্ষরতা অভিযান”। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন “সেরা”-র নির্বাহী পরিচালক এস. এম. মজিবুর রহমান এবং সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক আলী উসমান

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, তিনি বলেন, “সাক্ষরতা শুধু শিক্ষা অর্জনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। ডিজিটাল যুগে প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রসারে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, জেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক এ. কে. এম. আব্দুল্লাহ, বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী, ব্র্যাক প্রতিনিধি প্রবল কুমার সাহা এবং রৌহা ওয়াচ গ্রুপ সভাপতি আতাউর রহমান ফকির

অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা প্রসারে সরকারি ও বেসরকারি উদ্যোগকে আরও জোরদার করতে হবে।

আয়োজকরা বলেন, “এই দিবসের মাধ্যমে সাক্ষরতার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকারই আমাদের মূল লক্ষ্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *