মোঃ ইসলাম উদ্দিন তালুকদার :
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হয়ে ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম বলেছেন, “ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে শুধু একটি নেতৃত্ব নির্বাচিত হয়নি, বরং জুলাই বিপ্লবের বিজয় ঘটেছে। এটি শহীদদের আকাঙ্ক্ষার প্রতিফলন।”
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আজ আমরা প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি। এ অর্জন শুধু একটি সংগঠনের নয়, এটি বাংলাদেশের ছাত্রজনতার, সব শহীদদের অর্জন।”
সাদিক কায়েম স্মরণ করেন বাংলাদেশের আজাদি আন্দোলনের শহীদদের, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের, এবং ক্যাম্পাসে ছাত্রলীগের হাতে নির্যাতনে নিহত আবরার ফাহাদসহ সকল শহীদদের। তিনি বলেন, “মহান আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন সকল শহীদকে জান্নাতুল ফেরদাউস দান করেন।”
নির্বাচনের ফলাফল প্রসঙ্গে নবনির্বাচিত ভিপি বলেন, “শিক্ষার্থীরা ভোট দিয়ে যে আমানত আমাদের হাতে তুলে দিয়েছেন, আমরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করব। প্রতিশ্রুতি দিচ্ছি—ক্যাম্পাসকে একটি স্বপ্নের, নিরাপদ ও সহনশীল পরিবেশে রূপান্তর না করা পর্যন্ত আমরা থামব না।”
তিনি আরও বলেন, “আমি ভিপি হিসেবে নয়, ভাই-বোনের বন্ধনে একে অন্যের পাশে দাঁড়াতে চাই। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়াই আমাদের অন্যতম অঙ্গীকার। আমরা চাই, সবাই একসাথে কাজ করুক।”
সহযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, “আমরা যারা একসঙ্গে নির্বাচন করেছি, তারা প্রত্যেকেই আমাদের জন্য এক একজন উপদেষ্টা। আমরা আশা করি, তারা আমাদের সঠিক পথে রাখতে পরামর্শ দেবেন এবং আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন। আমাদের লক্ষ্য একটি যৌথ নেতৃত্বের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা।”