তথ্য ও প্রতিবেদক : মোহাম্মদ হোসেন হ্যাপী । ছবি স্বাধীন সংবাদ।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়নগঞ্জ জেলার উদ্যোগে আট সেপ্টেম্বরের ফতুল্লা থানার সংগঠন, তরুন সাংবাদিক শাহরিয়াজ শুভ্র হত্যাকান্ডের আট বছরকে কেন্দ্র করে শুভ্র স্মরনে মঙ্গলবার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জেলা সভাপতি ফারহানা মানিক মুনার সবাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৃজয় সাহা সঞ্চালনায় শ্রদ্ধা নিবেদনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও গন সংহতি আন্দোলন নারায়নগঞ্জ জেলা ও মহানগর নেতৃত্ব অংশগ্রহণ করেন।শ্রদ্ধা নিবেদনে জেলা সভাপতি ছাত্র নেতা ফারহানা মানিক মুনা বলেন, সহযোদ্ধা শাহরিয়াজ শুভ্র হত্যার আট বছর পূর্ণ হলো! অথচ দীর্ঘ সময় পার হলেও এ হত্যাকান্ডের বিচার কার্যত স্হবির। ছিনতাই কারীরা মাত্র ৬০০ টাকা ওএকটি মোবাইল ফোনের জন্যে শুভ্র কে হত্যা করেছিল। কিন্তুু আজও কোনো চার্জশীট আদালতে পেশ করা হয়নি। ছিনতাইকারীদের সম্মুখে রাষ্টের বিচার ব্যবস্হার পরাজয় ঘটে। আমরা আাশা রেখে ছিলাম স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে রাষ্ট্রের বিচার হীনতার সংস্কৃতি ভেঙ্গে শুভ্রদের আকাঙ্খার বাংলাদেশ বিনির্মানের যাত্রা শুরু হবে। কিন্তুু তা ঘটেনি। পুরো রাষ্ট্র কাঠামোতে আজো ভর করে আছে আওয়ামী দুঃশাসন। আমরা বিশ্বাস করি, নিরাপদ নারায়নগঞ্জ গড়ার যে লড়াইয়ে শুভ্র রা প্রান হারিয়েছেন আমরা সেই লড়াইয়েের উত্তর সূরি ছাত্র ফেডারেশন এই লড়াইয়ে আপোষহীন ছিলো, আছে আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। গনসংহতি আন্দোলন নারায়নগঞ্জ জেলা সমন্বয় কারী জননেতা তরিকুল সুজন বলেন, অভ্যুথানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটলেও নারায়নগঞ্জে শুভ্র, তৃকী, ভুলু,মিঠু,চঞ্চল, আশিকুল সহ একের পর হত্যাকান্ডের বিচার এখনো আলোর মুখ দেখেনি। আমরা মনে করি, এ বিচারহীনতা কেবল প্রশাসনিক ব্যর্থতানয়, বরং বর্তমান রাষ্ট্রীয় কাঠামো গভীর সংকট। অবিলম্বে শুভ্র হত্যা সহ নারায়নগঞ্জের সব হত্যাকান্ডের বিচারকার্য দ্রুত সম্পন্ন করে বিচারহীনতার সংস্কৃতি ভেঙ্গে একটি গনতান্ত্রিক ন্যায়ভিক্তিক রাষ্ট্র গড়ে তোলাই শুভ্র দের শ্রদ্ধার উপায়। শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন গনসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস মহানগর সমন্বয়কারী বিপ্লব খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়নগঞ্জ জেলার সহ সভাপতি সৌরভ সেন, সহ সাধারণ সম্পাদক তাইরান আবাবিল রোজা, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর সহ জেলা এবং অন্যান্য শাখার নেতা – কর্মীবৃন্দ।