রাজিব আহমেদ:
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর থানা এলাকায় বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) রাত ৭টা ১০ মিনিটে বন্দর থানার কুমারী দিঘীরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অফিসার ইনচার্জ (ওসি) বন্দর থানার নেতৃত্বে এসআই আব্দুল গফুর সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।
অভিযানে মাদক বিক্রির জন্য অবস্থানকালে মো. সোহেল শেখ ওরফে দিল মোহাম্মদ (৩৪) নামে এক যুবককে ৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার গাজীরঘাট এলাকার মৃত আব্দুল কুদ্দুছ শেখ ও মৃত দিলুয়ারা বেগমের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রামের বন্দর থানাধীন কুমারী দিঘীরপাড় এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা (নং-০৮, তারিখ-১২/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।