গাজীপুর-৬ আসনে আমাকে মনোনয়ন দিলে উন্নয়নের মডেল গড়ে তুলবো: আরিফ হোসেন

মোঃ মুজাহিদুল ইসলাম:

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবগঠিত গাজীপুর-৬ (টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, পূবাইল ও গাছা) সংসদীয় আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মো. আরিফ হোসেন হাওলাদার।

মতবিনিময় সভায় আরিফ হোসেন হাওলাদার বলেন, “সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি। এলাকার অধিকাংশ জনপ্রতিনিধি ও নেতা-কর্মী আমার সঙ্গে আছেন। দল আমাকে মনোনয়ন দিলে সবাইকে নিয়ে গাজীপুর-৬ আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো।”

তিনি আরও বলেন, “যদি বিএনপি আমাকে গাজীপুর-৬ আসন থেকে মনোনয়ন দেয়, তাহলে বিপুল ভোটে বিজয়ী হয়ে তারুণ্যের অহংকার, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ের উপহার দিবো। আমি বিশ্বাস করি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের প্রতীকেই বিপুল ভোটে জয়লাভ সম্ভব।”

এ সময় তিনি গাজীপুর ও টঙ্গীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন। উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুবকর সিদ্দিক, হাফিজ, কাজী কিবরিয়া, আমজাদ হোসেন সরকার, রুবেল, শাহ আলম প্রমুখ নেতা-কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *