নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজচিন্তক সাংবাদিক মুহম্মদ মনজুর হোসেন বলেছেন, সময়ের পরিবর্তনে সাংবাদিকদের দায়িত্ব ও চ্যালেঞ্জ আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাসভবনে আয়োজিত এক আলোচনায় তিনি বলেন, “সাংবাদিকদের কেবল খবর পরিবেশন করলেই হবে না; বরং সত্য উদঘাটন, তথ্য যাচাই, পাঠকের আস্থা অর্জন এবং সমাজকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এজন্য তাদের প্রচুর পড়াশোনা করতে হবে, জানতে হবে এবং আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান বিশ্বে গুজব, বিভ্রান্তি ও ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই সাংবাদিকদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।” তরুণ সাংবাদিকদের উদ্দেশে তিনি নিয়মিত বই, গবেষণা ও ইতিহাস পড়ার ওপর জোর দেন।
আলোচনার শেষে মুহম্মদ মনজুর হোসেন আশা প্রকাশ করেন যে, সাংবাদিক সমাজ যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে, তবে একটি সচেতন ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।