কামরুল ইসলাম:
চট্টগ্রাম: ঐতিহাসিক ৫৫তম ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিলকে সামনে রেখে সীরত ময়দানে মুসল্লিদের ইবাদতের সুবিধার্থে ২ হাজার ইট হাদিয়া দিয়েছে আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার দাখিল ব্যাচ-২০১৯।
মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো এ হাদিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির দায়িত্বশীলরা। এসময় তারা দাখিল ব্যাচ-২০১৯ এর সকল সদস্যদের জন্য দোয়া কামনা করেন।
ইঞ্জিনিয়ারদের হিসেবে, পুরো সীরত মাঠে ইটের সলিন করতে প্রায় ২৫ লাখ ২০ হাজার ইটের প্রয়োজন। এখন পর্যন্ত সংগৃহীত ইটের তুলনায় আরও বিপুল পরিমাণ ইটের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আগামী ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে মাহফিলটি শুরু হয়ে ২২ সেপ্টেম্বর (সোমবার) ফজরের নামাজের পূর্বে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ।
মাহফিল আয়োজক কমিটি সকলের প্রতি ইট, অর্থ ও অন্যান্য সহযোগিতার মাধ্যমে এই ঐতিহাসিক আয়োজনকে সফল করার আহ্বান জানিয়েছে।