চট্টগ্রামের বাংলাবাজারে মুক্তার হোসেনের চাঁদাবাজি পুলিশ-সার্জেন্টদের অদৃশ্য সুরক্ষা

রাজিব আহমেদ :

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার অন্তর্গত বাংলাবাজার এলাকা বর্তমানে আতঙ্কের আরেক নাম মুক্তার হোসেন বাংলাবাজার ও ছিন্নমূল সাধারণ সিএনজি চালকদের অভিযোগ, ওই এলাকায় গাড়ি চালাতে গেলে প্রতিদিন ৮০ টাকা করে চাঁদা দিতে হয়। নতুনভাবে লাইনে যুক্ত হতে চাইলে দিতে হয় এককালীন ২৫ হাজার টাকা, এবং এরপর মাসিক ৭৫০ টাকা চাঁদা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএনজি চালক বলেন,
এই টাকা নাকি ‘বক্সে’ পাঠানো হয় — অর্থাৎ অক্সিজেন মোড়ের ট্রাফিক বক্সে। পুলিশ ও সার্জেন্টদের কাছেও নাকি টাকা যায়। তাই গাড়ি শহরে ঢুকে চললেও কেউ কিছু বলে না।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, সার্জেন্ট কিংবা থানা পুলিশ সব দেখেও নিরব থাকে। এমনকি কারো গাড়ি কাগজপত্র ঠিক না থাকলেও বাংলাবাজারের ‘লাইন’-এর টাকা দিলেই নিরাপদে চলতে পারে।

এই বিষয়ে মুক্তার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিজের দলের প্রভাব দেখিয়ে সাংবাদিককে হুমকি প্রদান করেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসী ও চালকদের দাবি,
এভাবে দিনের পর দিন চাঁদাবাজির মাধ্যমে সাধারণ শ্রমজীবীদের জিম্মি করে রাখা চলতে পারে না। প্রশাসনকে এখনই ব্যবস্থা নিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *