কামরুল ইসলাম:
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল নাইক্ষ্যংছড়ি অঞ্চলের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের শারদীয় দুর্গোৎসবের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, সবাই মিলে শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপন করাই সবচেয়ে বড়ো কথা।
ওসি মাসরুরুল আরও বলেন, “প্রিয় দেশবাসী, আমরা মুসলিম, হিন্দু, বড়ুয়া সবাই ভাই-ভাইয়ের মতো বসবাস করছি। প্রত্যেকের ধর্মীয় অনুষ্ঠান–উৎসবকে সম্মান করা আমাদের কর্তব্য। কেউ ধর্ম নিয়ে অযথা উত্তেজনা বা বাড়াবাড়ি করবেন না — আইনশৃঙ্খলা ভাঙলে কারও কাছে ছাড় দেওয়া হবে না।’’
তিনি জানান, আগামী ২৬ তারিখ থেকে জেলার সহ—নাইক্ষ্যংছড়ি এলাকাসহ সমগ্র দেশে বিহত্তর শারদীয় দুর্গোৎসব শুরু হবে। উৎসবকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে নাইক্ষ্যংছড়ি থানায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশের সঙ্গে জনগণও মিলিতভাবে নিরাপত্তায় অংশ নেবে—এতে করে উৎসবটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ওসি মাসরুরুল জনগণের প্রতি অনুরোধ করেন—আইনশৃঙ্খলা মেনে চললে থানার পক্ষ থেকে সর্বোচ্চ সেবা ও সহযোগিতা পাবেন, কিন্তু কেউ যদি অন্যায়, সন্ত্রাস বা জঙ্গিবাদে লিপ্ত হন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকলের কাছে আহ্বান জানিয়ে বলেন, “মিলে-মিশে কাজ করি, আইনশৃঙ্খলা বজায় রাখি এবং এমন এক শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তইরি করি যাতে বিশ্ববাসী আমাদের থেকে শিক্ষা নিতে পারে।”
উক্ত সভা ও নিরাপত্তা বৈঠকে স্থানীয় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন এবং পুলিশি উদ্যোগের জন্য প্রত্যেকেই ধন্যবাদ জানান।