মোহাম্মদ হোসেন (সুমন):
কক্সবাজার সদর মডেল থানাধীন ঝিলংঝা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তরণ আবাসিক এলাকায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রধান আসামি বিরেল চাকমা (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত রঞ্জন চাকমা ও তার স্ত্রী কালো দেবী চাকমা রাঙ্গামাটি জেলার বাসিন্দা। কয়েকদিন আগে তারা পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে কক্সবাজার বাস টার্মিনাল এলাকার জসিম নামের এক ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করতে এসে বিরেল চাকমার বাসায় অবস্থান করছিলেন। এ সময় বিরেল চাকমা কালো দেবী চাকমাকে একাধিকবার কুপ্রস্তাব দিলে তিনি রাজি না হওয়ায় বিরেল ক্ষুব্ধ হয়ে ওঠে।
ঘটনার দিন (১৩ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাতে বিরেল চাকমা ও রঞ্জন চাকমা একসঙ্গে মদ্যপান করেন। একপর্যায়ে বিরেল মাতাল অবস্থায় রঞ্জনের স্ত্রীকে ঘর থেকে বের হয়ে যেতে বললে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এর জেরে বিরেল চাকমা ধারালো দা দিয়ে রঞ্জন চাকমার মাথায় কোপ মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় স্ত্রী কালো দেবী চাকমা হত্যাকাণ্ড ঠেকাতে এগিয়ে এলে তার হাতের আঙুল কেটে যায়। পরে অভিযোগ রয়েছে, বিরেল চাকমা তাকে ঘরের বাইরে জোরপূর্বক ধর্ষণ করে। সুযোগ বুঝে কালো দেবী কৌশলে বাইরে বের হয়ে সাহায্যের জন্য চিৎকার করলে স্থানীয় লোকজন জড়ো হয়। এ সময় বিরেল চাকমা পালানোর চেষ্টা করলে পুলিশি সহযোগিতায় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত বিরেল চাকমার বিরুদ্ধে বর্তমানে আইনানুগ প্রক্রিয়া চলছে।