লোহাগাড়া থানার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে: অপহরণ, চুরি, ডাকাতি ও কিশোর গ্যাংয়ের তাণ্ডব

কামরুল ইসলাম, লোহাগাড়া:

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় আইন শৃঙ্খলা বিপর্যস্ত হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে খুন, গুম, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানাধরনের অপরাধ বেড়েছে। বিশেষভাবে কিশোর গ্যাং এবং রাজনৈতিক প্রভাবে গঠিত ‘কালো হাতের রাজনীতি’ সাধারণ মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে রেখেছে। অভিযোগ রয়েছে, রাজনীতি না করলেও সাধারণ মানুষকে আওয়ামী লীগের নেতাকর্মীর নাম ব্যবহার করে প্রতিহিংসার শিকার বানানো, মিথ্যা মামলা ও হামলার শিকার করা হচ্ছে

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ আগে একাধিক গুরুতর ঘটনা ঘটেছে। আদুনাগর ইউনিয়নে শাহ আলম হত্যাকাণ্ড, আমিরাবাদ সদরে দূরদর্শ চুরি, বড়হাতিয়া ইউনিয়নে মাদ্রাসা ছাত্র অপহরণসহ নানাবিধ অপরাধের ঘটনা লক্ষ্য করা গেছে।

অপহরণ ও মুক্তি

গত শনিবার দুপুর ১টার দিকে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সেনেরহাট এলাকায় অপহৃত মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করা হয়। অপহরণকারী দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন:

  • সাজ্জাদ হোসেন (২০), সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড, গারাঙ্গিয়া রঙ্গিপাড়া, মো. সেলিমের পুত্র।

  • সাহেদুল ইসলাম (১৮), একই এলাকার ওসমান গণির পুত্র।

অপহৃত মাদ্রাসা ছাত্র মুহাম্মদ জিয়াউল ইসলাম সাজ্জাদ (১৪), ফটিকছড়ি উপজেলার মুহাম্মদ জসিম উদ্দিনের পুত্র। তার বাসা চট্টগ্রামের মুরাদপুর এলাকায় এবং পিতা কঙবাজার আদালতের আইনজীবী। সে এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করছে।

স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক রানা জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে সাজ্জাদ মুরাদপুরের বাসায় যাওয়ার পথে সাতকানিয়া এলাকায় অপহরণ করা হয়। অপহরণকারীরা তাকে দীর্ঘক্ষণ হাঁটিয়ে বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাটের এক কমিউনিটি সেন্টারে আটক রাখে। সকালে ভুক্তভোগীর পিতার মোবাইলে ফোন করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে তারা ১৮ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রেরণ করেন।

স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি ইউপি সদস্যকে জানান। ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে দেখেন—মাদ্রাসা ছাত্রকে কমিউনিটি সেন্টারে আটকে রাখা হয়েছে এবং একজন অপহরণকারী পাহারা দিচ্ছেন। অপরজন বিকাশে পাঠানো টাকা উত্তোলন করতে গেলে, ভুক্তভোগী উদ্ধার ও দুই অপহরণকারীকে পুলিশে হস্তান্তর করা হয়।

পুলিশ ও তদন্ত

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, সেনেরহাট বাজার এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার এবং মুক্তিপণের টাকাসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃত ছাত্রের পিতা কঙবাজার সদর থানায় ডায়েরি করেছেন। গ্রেপ্তার অপহরণকারীদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হবে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, লোহাগাড়া থানার আইন শৃঙ্খলা ভেঙে পড়ায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, বিশেষ করে রাজনৈতিক ও অপরাধমূলক গোষ্ঠীর দাপটে। তারা দাবি করেছেন, দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে অপরাধের মাত্রা আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ দিনের পর দিন নিরাপত্তাহীনতায় ভুগতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *