আব্দুর রশিদ, সাতক্ষীরা:
সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আশাশুনি প্রেস ক্লাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দৈনিক সাতক্ষীরার সকাল আশাশুনি ব্যুরো প্রধান লিংকন আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সভাপতি জি এম আল ফারুক, মালয়েশিয়া প্রবাসী ব্যাংকার মাছুদুল আলম কাজল, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক জাকির হোসেন ভুট্ট, প্রভাষক মাসুদুর রহমান ও প্রভাষক জহুরুল ইসলাম।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান এবং সাতক্ষীরার সকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সাতক্ষীরার সকালের কলামিস্ট রাবিদ মাহমুদ চঞ্চল, সাতক্ষীরা প্রেস ক্লাবের সদস্য ও বাংলা টিভি জেলা প্রতিনিধি গোপাল কুমার মন্ডল, এস এম শরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বিএম আলাউদ্দীন, আরিফুল ইসলাম, ইলিয়াছ হোসেন, এম এম সাহেব আলী, মাহবুবুল হাসনাইন টুটুল, এমডি সাইফুল্লাহ, ইয়াছিন আরফাত, ইয়াছিন আরাফাত ড্যানিশ, তৌহিদুজ্জামান, সাতক্ষীরার সকালের আশাশুনি সদর প্রতিনিধি রুহুল আমিন, মাসুম বিল্লাহসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং পরস্পরের মুখে তুলে দেন।