মোশারফ হোসেন জসিম পাঠান:
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামে একটি মামলার বাদীনি প্রাণনাশের হুমকিতে চরম আতঙ্কে রয়েছেন।
ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ মাজেদা আক্তার অভিযোগ করেন, তার স্বামী মোঃ আলী আকবরকে প্রতিপক্ষ আলতু মিয়াসহ কয়েকজন মিলে ২০১৯ সালের ১৯ জানুয়ারি বিকালে পথরোধ করে মারধর করে গুরুতর আহত করে। পরে আহত অবস্থায় তাকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করেন।
এ ঘটনায় মাজেদা আক্তার বাদী হয়ে আটপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ৫/১৯ ধারায় মোট চারজনকে আসামি করা হয়। দীর্ঘ প্রায় ৬ বছর ধরে মামলাটি আদালতে চলার পর চলতি বছরের ২৩ জুন নেত্রকোনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বাদী পক্ষ রায়ে সন্তুষ্ট থাকলেও আসামিরা জামিনে বের হয়ে এসে মাজেদা আক্তার ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ ওঠেছে। এতে বাধ্য হয়ে বাদী পরিবার বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তারা আবার নিজ বাড়িতে ফিরলেও এখনও আতঙ্কে রয়েছেন।
এরই মধ্যে গত ২৪ জুন বাদী পুনরায় প্রতিপক্ষের বিরুদ্ধে নেত্রকোনা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা দায়ের করেন (দরখাস্ত নং- ৩৫৫/২৫)।
স্থানীয় গ্রামবাসী অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, তারা বহুবার বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও আসামি পক্ষ তা মানতে নারাজ। ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বাদী পরিবার ও স্থানীয়রা জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।