কেরানীহাটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষা অফিসারের পরিদর্শন

আবদুল আজিজ: 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ব্যস্ততম কেরানীহাটে অবস্থিত আশ্শেফা স্কুল এন্ড কলেজে দুপুর আনুমানিক দেড়টার সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল বাশার উমর ফারুক ক্লাস চলাকালীন সময়ে পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি প্রত্যেক ক্লাসে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি, পরিচ্ছন্নতা এবং অন্যান্য বিষয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। কেরানীহাটের আশ্শেফা স্কুল এন্ড কলেজের সম্পর্কে অনেকের মুখে ইতিমধ্যেই সুপরিচিত নাম শুনে আসা শিক্ষার্থীদের উপস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদান ব্যবস্থা দর্শনীয় এবং শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আনন্দিত। তিনি আরও জানান, বিদ্যালয়টির মান উন্নয়নে সরকারের সকল সহযোগিতা অব্যাহত রয়েছে।

অত্র স্কুলের ডি এম ডি আজিজুল হক কমিটিকে উদ্দেশ্য করে বলেন, প্রতিষ্ঠান সর্বোচ্চ মান বজায় রাখতে সব ধরনের সহযোগিতা পায়। এ সময় স্কুলের চেয়ারম্যান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মান ধরে রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সামনের দিনগুলোতেও মানসম্মত শিক্ষাদান ব্যবস্থা অব্যাহত রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো, ইনশাল্লাহ।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান জনাব ডাঃ নুরুল হক, এম ডি, প্রফেসর জাহেদুল আলম, অধ্যক্ষ হামিদ উদ্দিন আযাদ, উপাধ্যক্ষ আবদুল হান্নান, সহকারী সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন সাইফি, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারী লোকমান হোসেন, সহকারী শিক্ষক কাজি রোজিনা, ইয়াসমিন, রোজিনা, ইসমাম খানম শিফা, সুমি, খালেদা ইয়াসমিন ঝিনুক, সুরাইয়া, নিশাদ, হাফসা এবং প্রিয়াঙ্কা ভট্টাচার্য ম্যাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *