দৌলতপুরে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া:


কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার বেলা এগারোটায় দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুরা প্রাথমিক বিদ্যালয় মাঠে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চুর সঞ্চালনায়, আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম বি,এস,সি’র সভাপতিত্বে প্রধান অতিথি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বৃক্ষ আমাদের জীবন ও জীবিকার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা ও গুরুত্বের কথা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমান বৃক্ষ রোপন কর্মসূচির ঘোষণা করেছেন।

তিনি বলেন, আমরা দৌলতপুর উপজেলা বিএনপি তার নির্দেশ পালনে গত ২রা সেপ্টেম্বর দৌলতপুর ছাত্রদলের উদ্যোগে রিফায়েতপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তার পাশে বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে ইতিমধ্যেই বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছি।

উপজেলা যুবদলের সকল নেতা-কর্মীদের সাধুবাদ জানিয়ে তিনি বলেন, আদাবাড়িয়া ইউনিয়নের ন্যায় দৌলতপুরের ১৪টি ইউনিয়নে বৃক্ষ রোপন করে জনাব তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য দৌলতপুর বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সম্পৃক্ত থাকতে হবে।

আগামীর সুন্দর দৌলতপুর গড়ার জন্য তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, মানবকল্যাণে ও এলাকার উন্নয়নে একে অপরকে সহযোগিতা করুন। চাঁদাবাজ ও দখলবাজদের দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির কোনো নেতাকর্মী এই সকল অনৈতিক কাজে লিপ্ত হলে দৌলতপুর বিএনপিতে তার জায়গা হবে না।

অনুষ্ঠানের প্রধান বক্তা, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন দৌলতপুর যুবদলকে অভিনন্দন জানিয়ে বলেন, বিএনপি গণমানুষের দল। তাই গণমানুষের কল্যাণে যে সকল কাজ করার, তা দৌলতপুর বিএনপির গণমানুষের নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্দেশে বাস্তবায়ন করা হবে।

বৃক্ষ রোপন কর্মসূচির প্রধান পৃষ্ঠপোষক জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান কোকো, ক্রীড়া পরিষদ ও দৌলতপুর বিএনপি নেতা আসিফ রেজা শিশির মোল্লা বলেন, গত ২রা সেপ্টেম্বর রিফায়েতপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তার দুই কিলোমিটার জুড়ে ২৫০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। তেমনি আদাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তার পাশে ২৫০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে দৌলতপুরের ১৪টি ইউনিয়নে জনাব তারেক রহমানের ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও দৌলতপুর থানা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *