পুবাইলের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মাদকসহ গ্রেফতার

খসরু মৃধা  :

গাজীপুরের পূবাইলে অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়লো কুখ্যাত মাদক সম্রাজ্ঞী নাসরিন আক্তার।

মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিট এর দিকে গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের কুদাব এলাকা তার বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পূবাইল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২,৩০০ টাকা উদ্ধার করা হয়।

আসামি নাসরিন আক্তার পূবাইলের বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ মাদকের ব্যবসা করে আসছিল। স্থানীয়দের অভিযোগ, আসামি নাসরিন আক্তার মাদক সিন্ডিকেটের কারণে অসংখ্য তরুণ ও তরুণী মাদকের ফাঁদে জড়িয়ে পড়েছে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল ইসলাম বলেন, নাসরিন আক্তার পূবাইলের কুখ্যাত মাদক ব্যবসায়ী। অবশেষে অভিযান চালিয়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২,৩০০ টাকা জব্দ করা হয়েছে। নাসরিন আক্তার এবং অপর পলাতক আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে ।”
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পূবাইলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *