প্রতিবেদক- ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী।

নারায়নগঞ্জ ২নং রেলগেট বোস কেবিনের সামনে মর্মান্তিক দুর্ঘটনা শিকার হয় এক পথচারী নারী ট্রেনের নিচে পড়ে তাৎক্ষণিক দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মুহূর্তেই আশে পাশের লোকজন থমকে যায় আকস্মিক দুর্ঘটনার জন্য,
তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

মুহূর্তেই পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেলেও দ্রুত সেই নিস্তব্ধতা ভাঙে মারাত্মকভাবে আহত নারীর ছটফট করা আর তীব্র আর্তনাদে।
র-ক্তে ভেসে যায় রেললাইন

ভয়াবহতা দেখে স্থানীয় ও পথচারীরা আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায় কিন্তু তাকে বাঁচানো যায়নি! 😭 তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি রিপোর্ট লেখা পর্যন্ত… উপস্থিত সকলেই তার জন্য দোয়া করলেন আল্লাহ্ দরবারে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *