নেত্রকোনায় আইসিটি ট্রেনিং বাংলা ইনস্টিটিউটের উদ্বোধন

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোনায় বেকার যুবক–যুবতীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘আইসিটি ট্রেনিং বাংলা ইনস্টিটিউট’। সোমবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) জেলা শহরের হাসপাতাল রোডের বলাইনগুয়া এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।

আইটি উদ্যোক্তা মোঃ হিমেল মিয়ার উদ্যোগ, প্রত্যক্ষ তত্ত্বাবধান ও পরিকল্পনায় প্রতিষ্ঠিত এই প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে জেলার তরুণ সমাজ, সুধীজন ও আইটি–অনুরাগীদের বড় সমাবেশ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইটি কনসালটেন্ট মোঃ আয়াতুল্লাহ। সভাপতির দায়িত্ব পালন করেন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ হিমেল মিয়া
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির নেতা ও পৌরসভার মেয়র নমিনি আব্দুল্লাহ আল মামুন খান রনি

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক, কবি ও সাংবাদিক সৈয়দ সময়, দৈনিক বাংলা প্রতিনিধির দায়িত্বে থাকা সাংবাদিক এ.বি. চৌধুরী নাদিম, এনসিপি নেতা ফাহিম খান পাঠান (শুভেচ্ছা বক্তা)

এছাড়া প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আইসিটি উদ্যোক্তা ও প্রশিক্ষক ইঞ্জিনিয়ার জাকারিয়া রহমান, ইঞ্জিনিয়ার মোস্তাফা জামান ইফাত, অপূর্ব মজুমদারসহ আরও অনেকে।

বক্তারা বলেন—
“বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আইসিটিতে দক্ষতা অর্জনের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকেরা শুধুমাত্র স্বাবলম্বীই হবে না, বরং নতুন উদ্যোক্তা তৈরি হয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

তারা আরও জানান, আধুনিক প্রশিক্ষণ সুবিধা, মানসম্মত কারিকুলাম ও অভিজ্ঞ প্রশিক্ষকদের সমন্বয়ে আইসিটি ট্রেনিং বাংলা ইনস্টিটিউট নেত্রকোনার তরুণদের জন্য যুগোপযোগী একটি আইটি প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুধী সমাজ, স্থানীয় সাংবাদিক এবং বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে আগত অতিথি ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভবিষ্যৎ আইটি–কোর্স ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *