খসরু মৃধা;
প্রতি বছরের ন্যায় শনিবার (২৮ ডিসেম্বর) দেশসেরা বিদ্যাপীঠ তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী’তে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা। সারাদেশ থেকে ছুটে আসা প্রায় ৫০০০ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
ভর্তি পরীক্ষা পরিচালিত হয়েছে ৯ বিশিষ্ট আহবায়ক কমিটির তত্বাবধানে। ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটিতে আহবায়ক এর দায়িত্বে ছিলেন মাওলানা মুহিববুর রহমান সহকারী আহবায়ক জনাব ফরিদ আহমদ সহ আরো ৭ জন শিক্ষক সদস্য হিসাবে ভর্তি পরীক্ষা কমিটিতে দায়িত্ব পালন করছেন।
সকাল থেকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এবং অভিভাবকদের পদচারণায় মুখরিত হয় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী। নবাগত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষার হল সহজে খুঁজে পাওয়ার জন্য শহীদ আব্দুল মালেক অডিটোরিয়াম এর সামনে তথ্য সহায়তা কেন্দ্র স্হাপন করেছেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) । তাছাড়াও পরীক্ষা চলাকালীন অপেক্ষাকৃত গার্জিয়ানদের মাঠে টেবিল দিয়ে বাসার ব্যবস্হা করেছেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)।
তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র পাশাপাশি নবাগত শিক্ষার্থী এবং অভিভাবকদের যেকোনো বিষয়ে সার্বিক সহায়তা দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পশ্চিম এবং পূর্ব থানার পক্ষ থেকে ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্হাপন করা হয়েছিল।
এ-ই ছাড়াও ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে (টাকসু)’র আয়োজনে শহীদ আব্দুল মালেক অডিটোরিয়াম হলে নবাগত অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে (টাকসু)’র ভিপি আব্দুল্লাহ আল মিনহাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. হিফজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, এ-ই ছাড়াও উপস্হিত নবাগত অভিভাবকদের মাঝে বেশ কয়েকজন তাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার আলোকে বক্তব্য দিয়েছেন।