ঘুমধুমে ইউনিয়নে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান ৪ লক্ষ ইট জব্দ,১৫ হাজার টাকা জরিমানা।

নিজস্ব প্রতিনিধি বান্দরবান;

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে কার্যক্রম পরিচালনার দায়ে দ্বিতীয় বারের মতো KRE ইট ভাটায় যৌথ অভিযান পরিচালনা করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়।

জানা যায় দীর্ঘদিন ধরে KRE ইট ভাটায় অবৈধভাবে ইট প্রস্তুত করে আসছে এই প্রতিষ্ঠান। রবিবার ০৫ জানুয়ারি বান্দরবান জেলা প্রশাসকের দিকনির্দেশনায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ইশরাত জাহান ইতু নেতৃত্ব ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক সরকার, তিন পার্বত্য জেলা বন ও পাহাড় সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ও সংবাদ কর্মী কফিল উদ্দিন জয়, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর নাঈম উদ্দিন এবং বিজিবি ও ফায়ার সার্ভিস সহ সরকারি বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে কে আর ই ইটভাটাটির আনুমানিক ৩ লক্ষ পাকা ইট এবং ১ লক্ষ কাঁচা ইটের পাশাপাশি ৫ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। ইট ভাটায় অভিযান শেষে আজুখাইয়া এলাকায় ২ টি অবৈধ করাত কলে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করাহয়।

এসময় বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন পরিবেশ বিনষ্টকারী অবৈধ ইট ভাটা এর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ও অবৈধ করাত কলের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান শেষে তিন পার্বত্য জেলার বন ও পাহাড় সংরক্ষণ কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার থোয়াইচি মং চাক মুঠোফোনে জানান পাহাড় ও বন রক্ষায় দীর্ঘদিন ধরে আমরা কাজ করে যাচ্ছি, এই অভিযানে সংযুক্ত সকল কর্মকর্তা কে ধন্যবাদ জানাই, আশাকরি এই অভিযান ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *