টেকনাফ বিজিবি’র হাতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক

মোঃ সোহেল :-

কক্সবাজার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি’র) হ্নীলা বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে একজন আসামীসহ ২,৩০,০০০ দুই লক্ষ ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।
৪ জানুয়ারি ২০২৫ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৩ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ-পূর্ব দিকে জেলেপাড়া নামক এলাকায় নাফ নদীর তীরে স্পেশাল কমান্ডার ইসমাইলের চোরাচালান প্রতিরোধ টহলদল টহল পরিচালনা করছিল এবং অপর একটি টহলদল বেড়ীবাঁধে দন্ডায়মান অবস্থায় কর্তব্যরত ছিল। আনুমানিক রাত ৭,০০ ঘটিকায় চোরাচালান প্রতিরোধ টহলদল দুইজন ব্যক্তিকে নাফ নদী দিয়ে সাঁতরিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে জেলেপাড়া এলাকার দিকে আসতে দেখে। পরবর্তীতে উক্ত ব্যক্তিরা নদীর তীরে উঠে দুইটি বস্তা কাঁধে নিয়ে বেড়ী বাঁধের দিকে আসতে দেখে। বর্ণিত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই উক্ত ব্যক্তিরা বহনকৃত বস্তাগুলো ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার সময় টহলদল একজনকে আটক করতে সক্ষম হয়।অপর একজন রাতের অন্ধকারের সুযোগে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায় বলে জানা যায়। টহলদল বর্ণিত এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে দুইটি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ২,৩০,০০০ (দুই লক্ষ ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে । উল্লেখ্য, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত মায়ানমার হতে ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচার করে আসছে। আটককৃত আসামী মায়ানমারের মংডু নাফফোরা এলাকার মৃত সালেহ আহমদ এর ছেলে আব্দুর শুক্কুর। আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান , লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি -অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

তিনি, আরও জানাই, বর্তমানে মায়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভুত পরিস্থিতিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকায় টহল তৎপরতা বৃদ্ধিসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও মাদক চোরাচালান এবং অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যগণ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *