নরসিংদী আলোক বালি খোদাদিলা গ্রামে সাংবাদিক বাবুলের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ

স্টাফ রিপোর্টার;

নরসিংদী সদর আলোক বালি ইউনিয়নের খোদাদিলা গ্রামে ভূমিদস্যু চাঁদাবাজ সন্ত্রাসীদের অত্যাচারে প্রতিষ্ঠিত গ্রামবাসী রেহাই পাচ্ছে না ,মা-বোনদের ইজ্জত ,গরু-ছাগল ,বাড়ি ঘর,। ৫ ই জানুয়ারি সকাল অনুমান ১১ টায় কথিত বিএনপি নেতার নির্দেশে মোহর আলী ,শুক্কুর আলী ,মান্নান গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিক বাবুলের বাড়িতে হামলা ও ভাঙচুর লুটপাটের তাণ্ডব চালায় ।
বাবুলের ভাই মোহাম্মদ আলীর ঘরে রক্ষিত ত্রিশ হাজার টাকা আনুমানিক তিন চার ভরি স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায় সন্ত্রাসী গ্রুপ।
এ ব্যাপারে সাংবাদিক বাবুল ট্রিপল নাইনে ফোন করার খবর জানতে পেরে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে সন্ত্রাসী মোহর আলী, শুক্কুর ,মান্না ঘটনাস্থল ত্যাগ করেন ।
ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এ ব্যাপারে সদর থানার ওসি বলেন সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নিব সন্ত্রাসী যত বড় হোক আইনের আওতায় আনা হবে ।
সাংবাদিক বাবুল বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক এমপি জননেতা খায়রুল কবির খোকন, সদর থানা বিএনপি’র সভাপতি আবু সালেহ চৌধুরী ও সেক্রেটারি ইকবাল হোসেন কে জানিয়েছে। এ ব্যাপারে বিভিন্ন সাংবাদিক সংগঠন-বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন এবং সন্ত্রাসীদের কে গ্রেপ্তার দাবি জানিয়েছেন ।
আলোক বালির ইউনিয়ন বিএনপি একাধিক নেতৃবৃন্দ জানান , ইউনিয়ন বিএনপি’র কথিত নেতা চাঁদাবাজি ধান্দাবাজি , এবং মামলা বাণিজ্য সহ বহু অপকর্মের হোতা,সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে।
জুলাই আগস্ট আন্দোলনের পর কথিত এই নেতা
বিএনপির নাম ভাঙ্গিয়ে গরু চুরি চাঁদাবাজি জমি দখল বালু উত্তোলন মামলা বাণিজ্য করছে। এতে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে,।
এখনই সময় ,তাকে থামানো ,বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য জোর দাবি জানিয়েছেন গ্রামের নিরহ মানুষ । তাদের অত্যাচারে প্রায় শতাধিক গ্রামবাসী গ্রাম ছাড়া রয়েছে দীর্ঘদিন যাবত। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভাঙচুরের সত্যতা পেয়েছে ।
মামলার প্রস্তুতি চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *