মোঃ ফেরদৌস হোসেন :
গত রোববার (৫ জানুয়ারি) রাত ৮.৩০ মিনিটে বাজার স্টেশন অফিসে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কর্তৃক আয়োজিত সিরাজগঞ্জ জেলা অফিসে সভাপতি আব্দুল মালেক মন্টু নতুন সদস্যদের গলায় কার্ড পড়িয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহয়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর উপদেষ্টা মোঃ রেজাউল করিম রঞ্জু, কামারখন্দ উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ সবুজ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম, সহ-সভাপতি মোছাঃ মাহমুদা বেগম, মোছাঃ ছাবিনা ইয়াসমিন হাসি, মোঃ আরিফ আহম্মেদসহ সংগঠনের অন্যন্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
এই আব্দুল মালেক মন্টু বলেন, আমরা সব সময় দেশের জন্য কাজ করি,দেশের মানুষের জন্য কাজ করি,প্রতিনিয়ত এই সংগঠনটি অসহায় মানুষের জন্য দিন রাত পরিশ্রম করে,আশা করি আগামী দিনে নতুন সদস্যবৃন্দ ভালো কিছু উপহার দিবে। নতুন সদস্য তাসলিমা নাসরিন মিলু বলেন,আমি এই সংগঠনে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করি কারন আমি দীর্ঘদিন ধরে এই সংগঠনটি নিয়ে অনুসন্ধান করে জানতে পেরেছিলাম এটি সাধারণ অসহায় মানুষদের নিয়ে কাজ করে। আমি ছোট বেলা থেকেই এমন কিছু করবো বলে মনে মনে আমার স্বপ্ন ছিল, আজকে আমার সেই স্বপ্ন পুরন করলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।