চান্দিনায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত: আহত ৫

এটিএম মাজহারুল ইসলাম, ব্যুরো চীফ (কুমিল্লা):

কুমিল্লা চান্দিনায় মারুতিকে বাসের ধাক্কায় লামহা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫ইং) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চান্দিনা উপজেলার বেলাশ্বর পালকি সিনেমা হলের পশ্চিম পার্শ্বে সরকারি মৎস্য খামারের সামনে ঐ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু লামহা দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যনগর গ্রামের প্রবাসী শাকিল আহমেদের মেয়ে। আহতরা হলেন দেবিদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামের মরিয়ম আক্তারসহ আরও ৪ জন।

প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান জানান, চান্দিনা স্টেশন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি দরজা খোলা মারুতিকে পিছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এতে ঘটনাস্থলেই শিশু লামহা নিহত হয়। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে দুই জন মহিলার অবস্থা আশঙ্কাজনক।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, এখান থেকে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ি থানার ইনচার্জ (ওসি) দেওয়ান কৌশিক বলেন, বাস এলোপাতাড়ি ভাবে এসে মারুতি গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দিলে দূর্ঘটনা ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক বাসটিকে মাধাইয়া বাস স্ট্যান্ডে আটক করে। বাসের ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *