চাঁপাইনবাবগঞ্জে ঘোড়া দৌড়িয়ে ছাগল জিতল কাজলি

মোঃ মাহমুদুল হাসান;

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
বৃহস্পতিবার ৯ জানুয়ারি বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউল মাঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় খেলা দেখতে হাজারও জনতার ভিড় লক্ষ করা গেছে। প্রতিযোগীতায় জয়ী কাজলিকে প্রথম পুরস্কার হিসেবে উপহার দেয়া হয় একটি ছাগল।
এ বিষয়ে এ খেলার আয়োজকবৃন্দ জানান,প্রতি বছরই বছরের প্রথম মাসে আমরা নাচোলবাসী স্থানীয়দের মনে আনন্দ দেয়ার জন্য আয়োজন করি গ্রামীণ ঐতিহ্যের হারিয়ে যাওয়া বিভিন্ন খেলা। এর মধ্যে ঘোড়াদৌড় প্রতিযোগিতাটা একটা অন্য রকম আমেজের সৃষ্টি করে। প্রায় মাস খানেক আগে থেকে প্রচার প্রচারণা চালানোর ফলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা স্থানীয়দের আত্মীয়-স্বজনরা গ্রামের আত্মীয়ের বাসায় বেড়াতে আসে এই ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা উপভোগ করার জন্য। এতে আগের দিন থেকেই বরেন্দ্র অঞ্চলের বেশিরভাগ বাড়ি সরগরম হয়ে ওঠে পরিচিতজনদের সান্নিধ্যে।

স্থানীয়রা বলেন,অনেক আগে থেকেই এই উপজেলায় ঘোড়া দৌড় প্রতিযোগীতা হয়। প্রতিবছর এই মাঠেই ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়। যা আমাদেরও গ্রামীণ শিল্পের একটি অংশ। আমাদের ছেলে-মেয়েরা বছরের শুরুতে এমন খেলা দেখতে পেয়ে আনন্দিত হয়। আর সকাল থেকেই জনসমাগম হওয়ায় এখানে আশেপাশে বসা বিভিন্ন ছোটছোট ব্যবসায়ীরা খুব লাভবান হন।

খেলা শেষে প্রতিযোগিতায় ২০০ ঘোড়ার মধ্যে প্রথম স্থান অর্জন করে ৮ বছরের এক শিশু কাজলি। পুরস্কার হিসেবে তার হাতে একটি ছাগল তুলে দেয় আয়োজকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *