মোঃ মাহমুদুল হাসান;
চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। পরে আসামিদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে,রাজনৈতিক কারণ নয়,পেয়ারা বাগান নিয়ে দ্বন্দ্বে খুন হয় দুই শিক্ষার্থী মাসুদ রানা ও রায়হান আলী।
১২জানুয়ারি রবিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার রেজাউল করিম।
তিনি জানান,মামলার প্রধান আসামি শাহীন ও তার সহযোগীকে ঢাকার সাভার ও ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়। শাহীন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অন্যদের ধরতে অভিযান চলছে।
গত বছরে ১৭ ডিসেম্বর ২০২৪ রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের মল্লিকপুরে ছুরিকাঘাতে মারা যান একই উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। ওই ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।
পরের দিন ১৮ ডিসেম্বর ২০২৪ মাসুদ রানার বাবা বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। পরে আসামি গ্রেপ্তারের দাবিতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুরে কয়েক দফা মানববন্ধন,বিক্ষোভ অনুষ্ঠিত হয়।