পশ্চিম গুজরায় লোকনাথ ব্রম্মচারী সেবাশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী ও শ্রীমদ্ভগবদগীতাপাঠ অনুষ্ঠিত

সঞ্জয় বড়ুয়া(রাউজান) চট্টগ্রাম প্রতিনিধি;

রাউজান উপজেলার পশ্চিম গুজরা অখিল মহাজনের বাড়িতে গতকাল মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫ সারাদিনব্যাপি শিবকল্প তরু মহাযোগী, ত্রিকালদশী পূর্ণব্রন্ম শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রম্মচারী সেবাশ্রমের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং উত্তরায়ন সংক্রান্তি উৎসব উপলক্ষে মহামহতী শ্রীমদ্ভগবদগীতাপাঠ অনুষ্ঠিত হয়েছে । এতে শ্রীশ্রী গীতামৃত পরিবেশনা করেন শ্রী অমর কৃষ্ঞ ভট্রাচার্য্য ও তার দল । এই ধর্মানুষ্ঠানে আয়োজকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উজ্জল দে , সৃজন মহাজন,সুমন ঘোষ,টিটু ঘোষ, দিলিপ দে রাজেশ দে, রুপম ঘোষ,কাঞ্চন মহাজন , অন্তর দে, অরুন দে,শুভ মহাজন,প্রদিপ দে,রিমন দে,অভিষেক দে,অনিল মহাজন,অরুন দে,সুত্তম মহাজন ও উত্তম মহাজন প্রমুখ ।
এই উত্তরায়ন সংক্রান্তি উৎসবে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রান ভক্তবৃন্দ উপস্থিত হন এবং প্রসাদ গ্রহন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *