এটিএম মাজহারুল ইসলাম, ব্যুরো চীফ (কুমিল্লা):
কুমিল্লা চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ ১৭ এর জেলা ভিত্তিক বাছাই পর্ব সম্পন্ন করা হয়েছে।
চান্দিনা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ জানুয়ারি ২০২৫ইং) দুপুরে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত খেলা কমিটির আহ্বায়ক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হাসান। কমিটির অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা মহিলা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক গৌতম কুমার দেব, সাংবাদিক কাজী রাশেদ, ফুটবলার গোলাম মোস্তফা, মোঃ মজিবুর রহমান, আবু নোমান কাউছার মানিক, মোঃ মোস্তাফিজুর রহমান জুয়েল এবং মোঃ আব্দুল বারেক।
তারুণ্যের উৎসব ২০২৫ জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলায় জেলা পর্যায়ে অংশ নিতে ১৮ জন বালক এবং ১৮ জন বালিকা নির্বাচন করা হয়েছে। এসময় জয়ী-বিজিত এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে ক্রেষ্ট, মেডেল এবং শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাছান, উপজেলা যুব উন্নয়ন কর্তকর্তা মোঃ সফিকুল ইসলাম, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ভৌমিক, বাড়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রেজাউল করিম, মহিচাইল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।