শ্রীপুরে অর্থের বিনিময়ে সহকারী কমিশনারের বিরুদ্ধে নামজারি ও জমা ভাগ প্রদানের অভিযোগ

শ্রীপুর  প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে ১০ কোটি টাকা মূল্যের ৪০ শতাংশ জমি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মালিকানা ও দখল সত্ববিহীন নামজারি ও জমাভাগ প্রদানের অভিযোগ উঠেছে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আবুল কালাম গং তদন্ত করে নামজারীর আদেশ বাতিল এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য চলতি মাসের ১২ তারিখ গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী আবুল কালাম গং শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

ভুক্তভোগী আবুল কালাম গং লিখিত অভিযোগে উল্লেখ করেন, শ্রীপুর উপজেলার মুলাইদ মৌজার এসএ এবং আরএস দাগে প্রায় ৪০ শতাংশ জমি পৈত্রিক সূত্রে মালিক হয়ে শরিকদেরকে নিয়ে ভোগদখল করে আসছি। মৃত ছফির উদ্দিনের ছেলে হযরত আলী ভুয়া কাগজপত্র (৬৪৮৩/২০২৪-২০২৫) তৈরি করে নামজারি ও জমা ভাগের আবেদন করে। বিষয়টি জানতে পেরে আবুল কালাম গং নামজারি ও জমা ভাগের বিরুদ্ধে আপত্তি দাখিল করে। এর প্রেক্ষিতে গত ১৮ ডিসেম্বর (বুধবার) শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাঁকে মুঠোফোনে হযরত আলীর পক্ষে নামজারি ও জমাভাগ না দেওয়ার জন্য কোনো কাগজপত্র থাকলে সেসব নিয়ে তাঁর কার্যালয়ে উপস্থিত থাকার নিদের্শ দেন। ওইদিনই ভুক্তভোগী আবুল কালাম গং কাগজপত্র নিয়ে ভূমি কার্যালয়ে উপস্থিত হয়ে জানতে পারেন হযরত আলীর পক্ষে নামজারি ও জমাভাগ করে দেন সহকারী কমিশনার (ভূমি)। এ আদেশ বাতিলের জন্য ভুক্তভোগী সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেলে তিনি তাকে বাতিলের আশ^াস দেন। পরবর্তীতে ভুক্তভোগী অনলাইনে খোঁজ নিয়ে জানতে পারেন নামজারি ও জমাভাগ বাতিল করেননি সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল। শুনানীর নোটিশে উপস্থিত হওয়ার আগেই আপত্তি থাকা স্বত্তে¡ও সহকারী কমিশনার (ভূমি) মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভুয়া কাগজপত্রের পক্ষে হযরত আলীর অনুকূলে নামজারি ও জমাভাগ করে দেয়।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল দৈনিক স্বাধীন সংবাদ কে এসব বলেন, আবুল কালাম গংদরকে একাধিকবার শুনানীর জন্য ডাকা হলেও তারা তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শুনানীতে উপস্থিত হয়নি। তাদের জন্য ১৩ দিন অপেক্ষার পর গত ১৮ ডিসেম্বর নিয়ম অনুযায়ী হযরত আলীর পক্ষে নামজারি করে দেই। আর্থিক লেনদেনের অভিযোগ সঠিক নয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কায়সার খসরু সাংবাদিকদের বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *