স্টাফ রিপোর্টার:-
বিএইচআরপিএস গুনীজন সম্যাননায় ভূষিত হলেন কারানির্যাতিত সাংবাদিক মোঃ সোহেল চৌধুরী।২৫ শে জানুয়ারি -২০২৫ ইং বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে আয়োজিত বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি কর্তিক দেশের সমস্যা দূরীকরণ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিতত ছিলেন বিচারক, রাজনীতিবিদ, সাংবাদিক ও মানবাধিকারকর্মীগণ। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক সোহেল চৌধুরী বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আমি বস্তুনিষ্ঠ সংবাদ লিখতে গিয়ে কুখ্যাত খুনি প্রদীপের রোষানলের শিকার হয়েছি।সাংবাদিকদের সুরক্ষা ও বস্তুনিষ্ঠ সংবাদের পরিবেশ নিশ্চিত করতে হবে। যদি সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশষণ করার মতো পরিবেশ পাই তাহলে সমাজের সকল দূর্নীতি উঠে আসবে এবং দেশের উন্নয়ন সম্ভব হবে। বক্তব্যের শেষে তিনি কক্সবাজার জেলার বিভিন্ন বিষয়ও তুলে ধরেন।