মাতৃভূমি মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন

এটিএম মাজহারুল ইসলাম, ব্যুরো চীফ (কুমিল্লা):

কুমিল্লা চান্দিনায় মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে।

২৩ জানুয়ারী ২০২৫ইং (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা।

এতে মাতৃভূমি ফাউন্ডেশনের অধীনস্থ মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ, মাতৃভূমি মডেল গার্লস স্কুল এবং মাতৃভূমি মডেল মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

মাতৃভূমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মাতৃভূমি স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোঃ আখতার হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিআরডিবি কর্মকর্তা জাফর আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাতৃভূমি ফাউন্ডেশনের সেক্রেটারী মোঃ আক্তার হোসেন, অভিভাবক ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন সহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্কাউট কমান্ডার মো. সুলতান আহমেদ এবং মোবারক হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *