এটিএম মাজহারুল ইসলাম, ব্যুরো চীফ (কুমিল্লা):
কুমিল্লা চান্দিনায় অর্থ বাণিজ্যের জন্য সরকারি নিয়মনীতি এবং সিভিল সার্জনের আদেশ অমান্য ও নাম পরিবর্তন করে চলছে স্কয়ার স্পেশালাইজ হসপিটাল বর্তমানে চান্দিনা স্কয়ার হসপিটাল।
গত ৪ ডিসেম্বর ২০২৪ইং (মঙ্গলবার) সকাল ১০ঘটিকায় কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার এর দিকনির্দেশনায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ রেজা মোঃ সারোয়ার আকবর এর নেতৃত্বে জেলা সিভিল সার্জন কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করে স্কয়ার স্পেশালাইজ হসপিটাল সহ ৫টি ডায়াগনস্টিক সেন্টার সাময়িক বন্ধ ঘোষণা দিয়েছিলেন।
অভিযান পরিচালনা শেষে ডেপুটি সিভিল সার্জন ডাঃ রেজা মোঃ সারোয়ার আকবর বলেন, যতদিন পর্যন্ত সাময়িক বন্ধ করে দেওয়া স্কয়ার স্পেশালাইজ হসপিটালের লাইসেন্স না পাচ্ছে ততদিন পর্যন্ত হাসপাতালের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। সাময়িক বন্ধ হয়ে যাওয়া এই হাসপাতালটি লাইসেন্স পাওয়ার পূর্ব মূহুর্ত পর্যন্ত প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালু করতে পারবেনা। সাময়িক বন্ধ করে দেওয়া হাসপাতালটি সরকারি অনুমোদন ব্যাতীত কার্যক্রম চললে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল, জরিমানা সহ সিলগালা করে দেওয়া হবে।
কিন্তু চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমানকে বিষয়টি অবহিত করলে তিনি কোন প্রকার আইনানুগ ব্যবস্থা নেয়নি।
অনুসন্ধানে জানা যায়, চান্দিনা উপজেলা হসপিটাল মালিক সমিতির মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ম্যানেজ করেই চলছে স্কয়ার স্পেশালাইজ হসপিটাল সহ লাইসেন্সবিহীন হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো।