বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক এর সুস্থতা কমনায় দোয়াও মিলাদ মাহফিল সংকট থেকে উত্তরনের একমাত্র উপায় জাতীয় নির্বাচন:

মোঃ মাহাবুব আলমঃ

আজ সোমবার বিকেলে চার ঘটিকায় জাগ্রত বাংলাদেশের উদ্বোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা সাবেক চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুকের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
জাগ্রত বাংলাদেশের সভাপতি দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিনের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজী, উম্মুক্ত গনতান্ত্রিক পরিষদের সভাপতি রমিজ উদ্দিন রুমি, জাগ্রত বাংলাদেশের সাগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ শাহ, জাগ্রত বাংলাদেশ এর প্রচার সম্পাদক সৈয়দ মো. বেলাল হোসাইন, মুক্তিযুদ্ধের প্রজন্মের সাধারণ সম্পাদক নবী হোসেন, আবু হায়দার মোহাম্মদ সিদ্দিকুর রহমান, জীবন চৌধুরী, মো: কবির হোসেন, মো: মাহাবুব আলোম, এস এম কমর উদ্দিন, সোয়েব চৌধুরী, রজিনা বেগম, রফিক আহম্মেদ, ইউনুস তালুকদার, মো: মজিবুর রহমান প্রমুখ।
সভাপতি বক্তব্যে মো. জহিরুল ইসলাম কলিম বলেন, ৫ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে এই সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য জনমানুষের প্রত্যাশা পুরনে সরকার সম্পুর্ণ ব্যার্থ।
এদেশের মানুষের প্রধান দাবি তাদের ভোটের অধিকার ফিরে পাওয়া। কিন্তু আমার দেখতে পাচ্ছি যক্ষনি আমরা ভোটের কথা বলি তখনই কিছু উপদেষ্টা সংস্কারের কথা ভোটের কার্যক্রম পিছিয়ে দিচ্ছে। ভোটের কথা বললেই তাদের গায়ে জালা পোড়া শুরু হয়ে যায়।
তিনি আরও বলেন, এই সরকার তার নিরপেক্ষতা হারাতে বসেছে। তারা একটি দলের পক্ষে কাজ করছে। যাহা অত্যান্ত দুর্ভাগ্যজনক। দেশের সংকট দিন দিন বেড়েই চলছে। এই সংকট থেকে উত্তরনের একমাত্র উপায় দ্রুত জাতীয় সংসদ নির্বাচন। বর্তমান সরকারের প্রতি আমাদের আহবান কোন প্রকার তাল-বাহানা না করে অবিলম্বে জনগণের দাবি অনুযায়ী নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন।
তা-না হলে দেশে যে সংকট তৈরী হয়েছে তা থেকে উত্তরনের আর কোন উপায় নেই।

দোয়া ও মিলাদ মাহফিলে জয়নুল আবেদীন ফারুক এর রোগ মুক্তির কামনা করে মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া প্রার্থনা করা হয়।
বক্তারা বলেন জয়নুল আবেদীন ফারুক এর আজকের এই অবস্থার জন্য ফ্যাসিবাদী সরকার দায়ী। কারণ আওয়ামী অপশক্তির নির্মম অত্যাচার নির্যাতনের শিকার জয়নুল আবেদীন ফারুক।
মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *