উত্তরা পশ্চিম থানার জন্য জমি নিজস্ব হোক

মোহাম্মদ মহাসিনঃ

ঢাকা মেট্রোপলিটন এলাকার” উত্তরা পশ্চিম থানা দীর্ঘদিন ধরে চলছে ভাড়া বাড়ীতে। থানার নিকটে রাজউকের খালি জমি রয়েছে, সেই খালি জমি থানার নামে বরাদ্দ দেওয়ার জন্য ও থানা ভবন নির্মাণ হোক দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উত্তরা পশ্চিম থানা এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। বুধবার, উত্তরা পশ্চিম থানার পাশে রাজউকের খালি জমি এলাকায় হাজারো মানুষ ব্যানার, ফেস্টুন নিয়ে উপস্থিত দেখা যায়। আব্দুল্লাহপুর, ১০ নং সেক্টর, ১১,১২,১৩,১৪ নং সেক্টর এলাকার রাজনীতি, পেশাজীবি, সেক্টর বাসিন্দাদের দাবি করেছেন ভাড়া বিল্ডিং আর কত বছর চলছে! উত্তরা পশ্চিম থানা পুলিশের কার্যক্রম।

চাই আমার নিজস্ব জমিতে হোক, রাজউক থেকে থানার জন্য বরাদ্দ হোক এক দফা এক দাবি আন্দোলন চলছে চলবে।
উত্তরা পশ্চিম থানা স্থায়ী বরাদ্দর দাবিতে উত্তরা পশ্চিম থানা এলাকার বাসিন্দাদের মানববন্ধন কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সৃষ্টি হচ্ছে।

সোনারগাঁও জনপদের পাশে-১১ নং সেক্টরে রাজউকের -৩১,৩৩,৩৫ প্লট থানার জন্য বরাদ্দ হোক। ৯ নং সেক্টর বাসিন্দা মোঃ সাগর আহমদ বলেন খালি জমি রয়েছে রাজউকের ( প্লট- ৩১,৩৩,৩৫ রয়েছে বরাদ্দ দেওয়া হোক”উত্তরা পশ্চিম থানা”র জন্য। মোঃ আলাউদ্দিন আহমেদ, মোঃ ফিরোজ আহমেদ, মোঃ মোস্তফা কামাল হৃদয় সহ মানববন্ধনে অংশ গ্রহণ করা লোকজন বলেন প্রয়োজনেঃ
দাবি আন্দোলন ধারাবাহিক চলছে অবস্থান কর্মসূচির হবে এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা,অর্থ উপদেষ্টা, আইজিপি, পুলিশ কমিশনার, প্রধান উপদেষ্টা, রাজউক চেয়ারম্যান সহ বরাবর লিখিত আবেদন ও মানববন্ধন কর্মসূচি চলবে।
উত্তরা পশ্চিম থানা ভবনটি নিজস্ব স্থায়ী জমিতে হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *