স্টাফ রিপোর্টার:
আগামী (২৬ ফেব্রুয়ারি ) রোজ বুধবার আশাশুনির কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের আগমন উপলক্ষে উপজেলা জামায়াতের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ।
২ ফেব্রুয়ারি বাদ মাগরিব শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ী বাজার জামাতের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা জামায়াতের নেতৃবৃন্দের উপস্থিতিতে মাসিক বর্ধিত সভায় এ প্রস্তুতি নেওয়া হয় ।
উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল । বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ।
সহ সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক, শুরা ও কর্ম পরিষদের সদস্য এ্যাডভোকেট আবদুস সোবহান মুকুল ও মাওঃ আবু বকর সিদ্দিক ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি শহিদুল ইসলাম মুকুল বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আত্ম মানবতার সংগঠন আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকি । বিগত ১৬টি বছর স্বৈরাচার শেখ হাসিনার জুলুম নির্যাতনের শিকার হয়েছে কিন্তু একটি সেকেন্ডের জন্য দমে যায়নি । আমাদের মূল টার্গেট হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং নবী করীম হযরত মুহাম্মদ (সাঃ) এর রেখে যাওয়া দ্বীনি দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়া । আমারা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চায় । যেখানে থাকবে না খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ । থাকবে না কোন মারামারি হানাহানি এমন একটি সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ইনশাল্লাহ একদিন সফল হবে। উক্ত বর্ধিত সভায় আশাশুনির ২৬ তারিখের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে আগাম প্রস্তুতি নেওয়ার উপস্থিত দায়িত্বশীলদের আহ্বান জানান তিনি।
আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস জানান কর্মী সম্মেলন ও নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানের আগমন উপলক্ষে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি যেখানে এক লক্ষাধিকের উপরে জনসমাগম থাকবে । যেখানে মহিলা কর্মী থাকবে কমপক্ষে ৫০ হাজার আর অন্যরা সব পুরুষ কর্মী ও সমর্থক ।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল মান্নান, নূরুল আবছার মুরতাজা, মাওঃ মোশাররফ হোসেন, সহ সেক্রেটারি মাওঃ আব্দুল বারী, প্রভাষক শাহজাহান, ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস, উপজেলা শুরা ও কর্ম পরিষদের দায়িত্বশীলগন, ১১টি ইউনিয়নের আমীর-সেক্রেটারিসহ মিডিয়া বিভাগের সভাপতি অহিদুজ্জামান শাহিন, সেক্রেটারি মোঃ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।