স্টাফ রিপোর্টার :
বিপুল উৎসাহ আর আনন্দঘণ পরিবেশে ময়মনসিংহ বিভাগ সমিতি ও ময়মনসিং জেলা সমিতি ঢাকার উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১০ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় কচিঁ কাচার মেলা মিলনয়তনে অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসবের উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও ময়মনসিংহ বিভাগ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
পিঠা উৎসবের বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন, এ এস এম আব্দুল হালিম ( চেয়ারম্যান হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন), নাসির উদ দৌলা ( অতিরিক্ত সচিব কৃষি মন্ত্রনালয় ও মহাসচিব বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা), সৈয়দ আলমগীর ( বিশিষ্ঠ সমাজসেবক ও করপোরেট ব্যক্তিত্ব ), মামুনুর রশিদ (বিশিষ্ঠ শিল্পপতি ও সিনিয়র যুগ্ম মহাসচিব বৃহত্তর ময়মনসিংহ সমিতি), এডিএম সালাউদ্দিন হুমায়ুন ( সভাপতি ময়মনসিংহ জেলা সমিতি ঢাকা), বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল ( সভাপতি ময়মনসিংহ জেলা সমিতি) এবং সমাজের বিভিন্ন শ্রেনির গন্যমান্য ব্যক্তিবর্গ।
পিঠা উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন গফরগাঁও এর জনপ্রিয় শিল্পী দিল, শেরপুরের আব্দুল হাই। অতিথি শিল্পী আসিফ ও মাহমুদ খান।