মোঃ মাহমুদুল হাসান:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩:৩০ ঘটিকার সময়, শিবগঞ্জ উপজেলা স্টুডিয়াম মাঠে,তারুণ্যের উৎসব-২০২৫ এর T-10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আজিজ,শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুৎ তোয়াব,শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শাহীন আক্তার সহ শিবগঞ্জ উপজেলার কর্মকর্তা বৃন্দ।
সে সময় আরও উপস্থিত ছিলেন,কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ সেফাউল মূলক,শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজামুল হক রানা।
ফাইনাল খেলায় যে দুইটি দল অংশগ্রহণ করেন,কানসাট ইউনিয়ন বনাম শাহবাজপুর ইউনিয়ন।
শাহবাজপুর ইউনিয়ন টচে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেই। শাহবাজপুর ইউনিয়ন ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান করেন। পরে কানসাট ইউনিয়ন ব্যাট করতে নেমে কয়েকটি বল বাকি থাকতেই অল আউট হয়ে যান।
চ্যাম্পিয়ন হন শাহবাজপুর ইউনিয়ন ও রানার্স-আপ হন কানসাট ইউনিয়ন।
এই খেলায় অংশগ্রহণ করেন ১৬ টি দল।