কামরুল ইসলাম
চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের ১৫টি আসনে বিএনপির সাংগঠনিক অবস্থান এবং ভোট ব্যাংক দুটোই আলহামদুলিল্লাহ ভালো।
সাংগঠনিক ভাবে তুলনামূলক দূর্বল অবস্থানে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনটি।
এই আসনে হেভিয়েট নেতা থাকলেও সাংগঠনিক ভাবে তুলনামূলক দুর্বল অবস্থান হওয়ার কারণ হলো এখানে কর্মীর চেয়ে নেতার সংখ্যাটি একটু বেশীই।আরেকটি বড় ফ্যাক্ট হলো এখানে তুলনামূলক গ্রুপের সংখ্যা ও বেশী।
চট্টগ্রাম জেলার ১৬টি আসনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দল বড় ধরনের চমক দিতে পারে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়ায়)।
বিএনপির জাতীয় স্থানীয় কমিটির অন্যতম সদস্য জননেতা সালাউদ্দিন আহমেদ এই আসন থেকে প্রার্থী হওয়ার একটা গুঞ্জন উঠেছে।এইটা উড়িয়ে দেওয়ার মতো ও নয়।স্থানীয় নেতাদের মাঝে ঐক্য তৈরি না হলে সালাউদ্দিন আহমেদ প্রার্থী হওয়ার সম্ভবনা প্রবল।
সালাউদ্দিন আহমেদ প্রার্থী হলে, স্থানীয় নেতারা ঐক্য না হয়ে আর উপায় থাকবে না।
সেক্ষেত্রে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) তে নতুন এক ইতিহাস তৈরি হবে বলে আশা করি